সরকারি কর্ম কমিশন © সংগৃহীত
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ১২২টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। সে হিসেবে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬২৪ জন প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। তিনি জানান, প্রায় সাত লাখ পরীক্ষার্থীর এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা অত্যন্ত সময়সাপেক্ষ কাজ। পরীক্ষাটি শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কমিশন এখনো পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি, তবে একটি যৌক্তিক সময়ের মধ্যে স্বচ্ছপ্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্বিতীয় শ্রেণির এই পদের পরীক্ষা আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়ে পিএসসি বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
উল্লেখ্য, প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশ করা হয় ২০২৫ সালের ৩১ আগস্ট। সে সময় সরকারি কর্ম কমিশন (পিএসসি) শূন্য পদের সংখ্যা ২ হাজার ১৬৯টি হিসেবে উল্লেখ করেছিল। তবে পরে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধন হওয়ায় এই সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সংশোধিত বিধিমালায় প্রধান শিক্ষক পদের মোট শূন্যপদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং অবশিষ্ট ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান করা হয়। এর ফলে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত পদের সংখ্যা ২ হাজার ১৬৯ থেকে কমে দাঁড়ায় ১ হাজার ১২২টিতে।