শিক্ষা প্রকৌশলের ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি

১১ মার্চ ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
লোগো

লোগো © ফাইল ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯ম থেকে ১২তম গ্রেডে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে। দুটি ক্যাটাগরি বাদ দিয়ে তিনটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে ভাবছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষা প্রকৌশলের মোট পাঁচটি ক্যাটাগরির মধ্যে দুটি ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে পিএসসি’র একজন সদস্যকে আহবায়ক করা হয়েছে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা কমিটিতে রয়েছেন।

ওই সূত্র আরও জানায়, যে দুটি ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে জটিলতা দেখা দিয়েছে তাদের বাদ দিয়েই মৌখিক পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী মে মাসে স্লট ফাঁকা পাওয়া গেলে ওই সময় শিক্ষা প্রকৌশলের তিন ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রকৌশলের প্রার্থীদের ভাইভা অনেক আগেই শুরুর কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে তা শুরু করা যায়নি। সমস্যা সমাধানে একটি কমিটি কাজ করছে। তবে এটি সময় সাপেক্ষ। সেজন্য সমস্যা না থাকা ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর চেষ্টা করা হচ্ছে। মে মাসে বিসিএসের কোনো ভাইভা না থাকলে ওই সময় শিক্ষা প্রকৌশলের ভাইভা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।

জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬