জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানাল পিএসসি

০১ জানুয়ারি ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, গত মে মাসে জুনিয়র ইন্সট্রাক্টরদের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জমা নেওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাইয়ে প্রায় শতাধিক প্রার্থীর তথ্যে গড়মিল পাওয়া গেছে। কাগজপত্র নিয়ে সমস্যা থাকা প্রার্থীদের বাদ দিয়েই মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আমরা গত সপ্তাহে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম। কিছু সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি। জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘আগামী ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বোর্ডে পিএসসি’র একজন সদস্য, দুইজন এক্সপার্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। 
 
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়ে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ জানিয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬