বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রী 

ছাত্রীর অবস্থান
ছাত্রীর অবস্থান   © সংগৃহীত

বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছাত্রী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকেই ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। তবে ওই প্রেমিক ও তার পরিবার বাসা থেকে পালিয়ে গেছে। 

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর কাঠপট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই তরুণী রাজধানীর উত্তরার একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও জামালপুরের সড়িষাবাড়ির বাসিন্দা।  

অভিযুক্ত প্রেমিক মাহমুদুল হাসান উপজেলার চান্দখালীর কাঠপট্টি গ্রামের বাসিন্দা ও রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) সিভিল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। 

ওই ছাত্রী জানান, মাহমুদুল উত্তরায় থাকতেন। পরে তাদের মধ্যে পরিচয় হয়। প্রেমের সম্পর্কের তিন বছর পর মাহমুদুলকে বিয়ের জন্য বলেন তরুণী। মাহমুদুল নানা অজুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন।

তিনি আরও জানান, চলতি মাসে মাহমুদুল গ্রামে চলে আসেন। বাড়িতে এসে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রেমিক মাহমুদুল। এরপর চার-পাঁচ দিন ধরে মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এজন্য মাহমুদুলের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। তাকে দেখে মাহমুদুল ও তার পরিবার বাসায় তালা লাগিয়ে পালিয়েছে।

ওই ছাত্রী আরও জানান, দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে এসেছি। ও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তিন বছরের সম্পর্ক। নিরুপায় হয়ে এখানে এসেছি। বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এখানেই আত্মহত্যা করব।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

এ ব্যাপারে কথা বলতে মাহমুদুলের বাড়িতে গেলে বাসা তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে যোগাযোগ করলে সেটিও বন্ধ পাওয়া গেছে। 

বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, চান্দখালি ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে তরুণীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আইনগত সহায়তা দিয়ে পরিবারের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহিন বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ নিরাপত্তা দিচ্ছে। বিষয়টি সমাধানের জন্য উভয় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence