বাংলাদেশের নাগরিক নন ড. বিজন কুমার

২৮ আগস্ট ২০২০, ০৬:০০ PM
ড. বিজন কুমার শীল

ড. বিজন কুমার শীল © ফাইল ফটো

বাংলাদেশের নাগরিকত্বের সনদ দেখাতে না পারায় অণুজীব বিজ্ঞানী ও করোনা কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. লায়লা পারভীন বানু বিষয়টি জানিয়েছেন।

আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমেক অধ্যাপক লায়লা পারভীন বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর কোন সম্পৃক্ততা নেই।

প্রতিবেদনে দেখা গেছে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. বিজন শীল গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রতিষ্ঠান থেকে কয়েক দফা নাগরিকত্ব সনদের প্রমাণ দিতে বলা হলেও তিনি তা পারেননি। এ কারণে তাকে অব্যহতি দেয়া হয়।

পড়ুন: শীতের আগেই দেশে করোনা সংক্রমণ কমে যাবে: ড. বিজন

২০০২ সালে তিনি বাংলাদেশের পাসপোর্ট আত্মসমর্পন করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন। সিঙ্গাপুরের ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করলেও তার মেয়াদ শেষ হয়েছে ১৬ মে। আবেদনের প্রেক্ষিতে ১৫ জুলাই নতুন ভিসা পেয়েছেন।

বিষয়টি নিয়ে বিজন কুমার বলেন, প্রথম ভিসার নীতিমালায় কাজ করার ক্ষেত্রে কোন বাধা না থাকলেও ভিসা নবায়ন করার পর এ বাধ্যবাধকতা দেয়া হয়। কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, দ্রুতই জবাব পাওয়ার আশায় আছি।

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬