উত্তরা ইউনিভার্সিটিতে ক্লাব কমিটির ঘোষণা

২০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM
ক্লাব কমিটি ঘোষণা উপলক্ষে কেক কাটা হয়

ক্লাব কমিটি ঘোষণা উপলক্ষে কেক কাটা হয় © সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির ১১টি ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) আয়োজন করা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১টি ক্লাব একই ছাতার নিচে চলে এলো। এ অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে নব নির্বাচিত নির্বাহীরা তাদের দায়িত্ব বুঝে নিয়ে নিজ নিজ ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানিয়েছে। একই সঙ্গে ছাত্রছাত্রীরা কীভাবে তাদের নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটাবে, কীভাবে তারা তাদের সৃষ্টিশীলতা আর মেধার সংমিশ্রণে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ আর জাতির উন্নয়নে ভূমিকা রাখবে তারও দিক নির্দেশনা দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও ঋদ্ধ গুণীজনেরা। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তোমরা যারা আজকে ক্লাবগুলোর দায়িত্বভার নিলে, তারা প্রতিদিন নিজেদের এবং তোমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব রকম প্রয়াস চালিয়ে যাবে। তোমরা তোমাদের দায়িত্বের প্রতি সৎ থাকবে। যে বিশ্বাস আমরা তোমাদের ওপর রেখেছি তার অমর্যাদা হতে দেবে না। নিজেকে এমনভাবে তৈরি করবে যেন আমরা তোমাদের শিক্ষক হিসেবে সব সময় গর্ব করতে পারি।’

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ হাসপিয়া বশিরউল্লাহ, প্রক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. শাহ আহমেদ, ইউনিভার্সিটির ৫ টি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অন্য কর্মকর্তারা। 

তাদের সবার উপস্থিতিতে নতুন দায়িত্ব পাওয়া এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব বুঝে নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রতিটি ক্লাব কমিটির সভাপতি তাদের আগামী এক বছরের লক্ষ্য কী, তার সার সংক্ষেপে তুলে ধরে বক্তব্য দেন। ক্লাবগুলোর কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রীর জন্য যে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশাও তারা ব্যক্ত করেছেন।

এরপর উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা আর ক্লাব প্রতিনিধিদের সবাইকে নিয়ে সেলিব্রেশন কেক কাটেন। উত্তরা ইউনিভার্সিটির সহ-শিক্ষা কার্যক্রমের জন্য এই অসাধারণ আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই।

চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাবিতে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬