নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে মানববন্ধন

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২১ PM
মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি © সংগৃহীত

নিকোটিন পাউচ উৎপাদন ও বিপণনের অনুমোদনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে ‘নিকোটিন পাউচ: তামাক ব্যবহারের এক নতুন রূপ- একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ভাইটাল স্ট্র্যাজেটিজ সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার ও স্টপ টোব্যাকো বাংলাদেশের মডারেটর আমিনুল ইসলাম সুজন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশে তামাক ব্যবহারের নতুন হুমকি হিসেবে নিকোটিন পাউচের আবির্ভাব এবং এর ভয়াবহতার চিত্র তুলে ধরেন। বলেন, ফিলিপ মরিসের মতো বহুজাতিক তামাক কোম্পানিকে বাংলাদেশে এই আসক্তিমূলক পণ্য উৎপাদনের অনুমতি দেওয়া আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।

আমিনুল ইসলাম সুজন বলেন, এই পণ্যগুলো তরুণ ও অধূমপায়ীদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে এবং এর কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। এই ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একই সাথে জনস্বাস্থ্য পেশাজীবীদের সক্রিয়ভাবে আওয়াজ তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের এই নতুন তামাকপণ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং নীতি নির্ধারকদের কাছে সম্মিলিত প্রতিবাদ পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন শিক্ষার্থীদের দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ‘চেঞ্জ মেকার’ হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ আফজালুর রহমান স্বাস্থ্যখাতে এই ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বলেন, জনস্বাস্থ্যবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই ধরনের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকবো।

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ সেমিনারটি সঞ্চালনা করেন। এতে সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. আল্লামা ফয়সাল। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক-শিক্ষার্থীরাও সেমিনারে ঊপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9