যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেরদৌসের

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ PM
মো. ফেরদৌস ওয়াহিদ

মো. ফেরদৌস ওয়াহিদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস ওয়াহিদ। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডিরত অবস্থায় আছেন।

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে প্রফেসর হালির সেজেন ও ড. আলি নাসিরির অধীনে পিএইচিড করছেন তিনি। তার গবেষণার বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় ঘটিয়ে কাঠামোর ডিজাইন আরও সহজ ও দক্ষ করা।

জানা গেছে, মো. ফেরদৌস ওয়াহিদ ওয়াকিং কলাম (Walking Column ) নিয়ে গবেষণা করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ওহাইও (এসইএও) কর্তৃক গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেন। প্রতিযোগিতায় প্রতি বছর কেবল একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীই এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করতে পারেন। 

চলতি মাসে যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে একটি চার তারকা হোটেলে ফেরদৌসের হাতে সেরা গবেষকের সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন এসইএওও প্রেসিডেন্ট। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা অংশ নেন।  এ ছাড়াও উপস্থিত ছিলেন, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের (এসিআই) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর কেনেথ ক্লার্ক হুভার, উইলিয়াম ই রুশিং, এসইএও-এর প্রেসিডেন্ট বেনিয়ামিন জে ভ্যান দি গগসহ খ্যাতনামা প্রকৌশলীরা। 

মো. ফেরদৌস ওয়াহিদ নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে ২০০৫ সালে দাখিল পাস করেন। ঢাকা পলিটেকনিক থেকে ২০০৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ২০১৫ সালে ডুয়েট থেকে বিএসসি পাস করেন। পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‌আমি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। তাঁর অশেষ রহমতেই আমি এ পুরস্কার জয় করতে পেরেছি। ওহাইয়োতে অধ্যয়নরত সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এদের মধ্যে সবার সেরা হওয়াটা সত্যিই অনেক আনন্দের। আমি বিশ্বের অন্যতম একটা মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারায় নিজেকে ধন্য মনে করছি।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9