স্টেট ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের আয়োজনে এআই অ্যান্ড আইওটি রেভলুশন কর্মশালা অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫ PM
কর্মশালা অতিথি ও শিক্ষার্থীরা

কর্মশালা অতিথি ও শিক্ষার্থীরা © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ আয়োজিত ‘AI and IoT Revolution: Driving Innovation Beyond Boundaries’ শীর্ষক হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি তার বক্তৃতায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এআই  এবং আইওটি প্রযুক্তির সম্ভাবনা ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

ড. তুষার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস কোনো ভবিষ্যতের ধারণা নয়, বরং আজকের যুগের অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি। এই প্রযুক্তিগুলোর সঠিক প্রয়োগ কৃষি, স্বাস্থ্য, পরিবহন ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, ভাইস চ্যান্সেলর, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, প্রো ভাইস চ্যান্সেলর, এবং ড. আহমেদ হুসাইন, রেজিস্ট্রার, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বর্তমান শিল্পবিপ্লবের সঙ্গে সংগতি রেখে প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রশিক্ষণের সমন্বয়ে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রায়োগিক সেশনে আইওটি ডিভাইস সংযোজন, রিয়েল-টাইম ডেটা মনিটরিং এবং এআই অ্যালগরিদমের ব্যবহারিক প্রয়োগ নিয়ে হাতে-কলমে কাজ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শারমিন পারভীন এবং সম্মানিত অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল। উভয়েই মূল বক্তা এবং অনুষ্ঠানের সাথে জড়িত সব সদস্যকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এই কর্মশালা তাদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে একটি …
  • ১৮ জানুয়ারি ২০২৬
চবির বিভিন্ন ইউনিটের চয়েস লিস্ট পূরণের তারিখ নির্ধারণ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আরো এক প্রার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলবে কিনা, ভাবছে পাকিস্তানও?
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু 
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9