দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ ও ইউজিসির লোগো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ ও ইউজিসির লোগো © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বুধবার (২৯ অক্টোবর) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও ওই দুই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে সাভারের খাগানের ব্যাচেলর প্যারাডাইসের সামনে ঘটনার সূত্রপাত। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। 

এরপরই শুরু হয় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। প্রায় ৭ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খাগান এলাকা। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে প্রায় ২৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত ৭টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন। 

বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। খাগানের ব্যাচেলর প্যারাডাইস বাসাও ভাংচুর করা হয়। এমন সময় ড্যাফোডিলের শিক্ষার্থীদের বাসায় হামলার পর কিছু শিক্ষার্থীকে জিম্মি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি প্রশাসন আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ১৭ শিক্ষার্থীকে আহত অবস্থায় ফেরত দেয়। তাদের অধিকাংশেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

৫০ হাজার টাকার ঋণ সুদে-আসলে দাঁড়াল ৩ লাখ, মামলা থেকে বাঁচতে…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নার্স ও চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুবির ৩ রোভার
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ, বাংলাদেশকে ভারতেই খেলতে বলল আইস…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপ…
  • ০৭ জানুয়ারি ২০২৬