ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫২ PM
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র ক্যাশলসে লনেদনে করতে পারবেন। ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং স্মার্ট আর্থিক সবোর প্রসার ত্বরান্বিত হবে। 

এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পমেন্টে গ্রহণের জন্য বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, প্রশাসনিক অফিস ও ট্রেনস্টেশন- সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ ব্র্যান্ডেড এই কার্ড শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছলিনে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডমেকি) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বাংলদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান। 

অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্য-সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানে ও মাস্টারর্কার্ডের রিটেইল অ্যান্ড কর্মাসের প্রধান জুবায়রে হোসনেসহ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের উর্ধ্বতন র্কমর্কতারা উপস্থিত ছিলেন।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা বললেন ডিন
  • ২১ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের নিরাপত্তা চাইলেন গণ‌অধিকারের প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে আজ রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড নিয়ে আর ‘পিছু হটার সুযোগ’ নেই: ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবলীগ-খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে য…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9