ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি প্রফেসর আরসাদ মাহমুদ চৌধুরী

২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
প্রফেসর ড. আরসাদ মাহমুদ চৌধুরী ও ব্র্যাকের লোগো

প্রফেসর ড. আরসাদ মাহমুদ চৌধুরী ও ব্র্যাকের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আরসাদ মাহমুদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২(১) অনুযায়ী প্রফেসর ড. আরসাদ মাহমুদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

শর্ত অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদে অধ্যাপক আরসাদ মাহমুদ চৌধুরীর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত এ প্রো-ভিসি।

অধ্যাপক ড. আরসাদ মাহমুদ চৌধুরী ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিনের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকের দায়িত্ব পান তিনি। প্রফেসর চৌধুরী বাংলাদেশের পাশাপাশি বিদেশেও উচ্চ শিক্ষা, গবেষণা এবং নেতৃত্বের ক্ষেত্রে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ একাডেমিক এবং প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় ব্যাপক অবদান রেখেছেন।

নবনিযুক্ত প্রো-ভিসি আরসাদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি দেশটির জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বৈদ্যুতিক ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন।

তিনি ১৫টি মার্কিন প্যাটেন্টের সহ-আবিষ্কারক এবং ৯৫টিরও বেশি পিয়ার-রিভিউড জার্নাল ও কনফারেন্স পেপার প্রকাশ করেছেন। তিনি আইইইই ফোটোনিক টেকনোলজি লেটারস, জার্নাল অব লাইটওয়েভ টেকনোলজি এবং ওএসএ জার্নালে একজন সক্রিয় রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9