ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৪ PM
বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে

বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘তোমাদের প্রজন্ম বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। যার ভিত্তি হলো সুশাসন, মানব উন্নয়ন, ন্যায়বিচার ও উন্নয়ন। আমার বিশ্বাস তোমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে।’

তিনি বলেন, ‘তোমরা সেটা করে দেখিয়েছ, আমার বিশ্বাস তোমরা পারবে।’ তিনি শিক্ষার্থীদের স্যার ফজলে হাসান আবেদের জীবন ও শিক্ষাদর্শন অনুসরণ করার আহ্বান জানান।  

নবীন শিক্ষার্থীদের বরণ করতে গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের দেশ, জাতি এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের সবাইকে এক সাথে হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে। স্রষ্টা আমাদের সে জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন ‘ এ ছাড়া তিনি বাছবিচারহীনভাবে ইন্টারনেট এবং কৃত্রিম বৃদ্ধিমত্তার ওপর নির্ভরশীলতা কমাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
 
তিনি বলেন, এ‘খন আমাদের কিছু জানার প্রয়োজন হলেই আমরা ইন্টারনেট ঘাটি। ইন্টারনেটে অনেক মিথ্যা তথ্য থাকে। আমাদের উচিত পারস্পরিক আলাপ আলোচনা করা, লেখাপড়া করা এবং বোঝাপড়ার মাধ্যমে নিজেদের এবং অন্যের জ্ঞানবৃদ্ধি করা। তিনি আরো বলেন, “আমরা সবাই অনন্য। আমাদের সবাইকে নিজেদের অনন্য গুণাবলীগুলোকে খুঁজে বের করতে হবে এবং এর মাধ্যমে সমাজের উন্নতি সাধনে কাজ করতে হবে।’

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সমৃদ্ধ ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর শিক্ষাদর্শনের সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর মাধ্যমে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অঙ্গীকারকে সবার সামনে তুলে ধরা হয়।  

অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহা হাসান প্রীতি ব্র্যাকইউ অল্টার দলের নেতৃত্ব দিয়ে ‘আইডিয়া ইনোভেশন ৫.০’-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্মানিত হন। একই বিভাগের শিক্ষার্থী নাফিম করিম খান ‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’ প্রোগ্রামে বিজয়ী আটজন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজন হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা পান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান ও তাজনিয়া তাবাসসুম অনন ‘বিডি অ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’-এ দ্বিতীয় রানারআপ হওয়ার জন্য পুরস্কৃত হন।

ওরিয়েন্টেশনে ভিডিওবার্তায় শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বাগত জানান রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাব ‘মনন’-এর শিক্ষার্থীরা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়। 

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9