ব্র্যাক ইউনিভার্সিটিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন

১৬ জুলাই ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি

গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি © টিডিসি ফটো

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে আলোকচিত্র, চিত্রকর্ম ও ভিডিও প্রদর্শনী, শিল্পকর্মগুলোর ক্যাটালগ প্রকাশ, সঙ্গীত পরিবেশনা, গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা, শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ার। এ ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কোলাবোরেশনের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ।

বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে ব্র্যাক ইউনিভার্সিটির ক্লাব ‘মনন’ এর শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির।

এরপর “রেড জুলাই” শীর্ষক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই প্রদর্শনীতে ১০০টির বেশি আলোকচিত্র এবং চিত্রকর্ম প্রদর্শিত হয়। এসব শিল্পকর্মে ২৪ এর গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই মাসে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ এবং ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচির ভিডিও প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীটি ৫ আগস্ট পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীরা অংশ নেন। এরপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা এবং এই আন্দোলনে ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিটির সদস্যসের অসামান্য অবদান তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি এ সময় আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড একটি ভিডিও বার্তায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান এবং তাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার বার্তায় বলেন, ‘তরুণদের নেতৃত্ব বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। এই প্রজন্মকে অবশ্যই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্বের অর্থ হলো—মানবতা, সহানুভূতি এবং অন্যদের জীবন পরিবর্তনে সুচিন্তিত এবং ইতিবাচক অবদান রাখা।’

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের দেশকে ভালোবাসতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির আদর্শকে সামনে রেখে আমাদের সবাইকে মানবতার সেবায় একসাথে কাজ করতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানে অনেকেই তাদের জীবন দিয়েছেন, যাতে আমরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। আমরা যদি তা না পারি, তাহলে সেটা তাদের প্রতি চরম অবিচার করা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার, স্কুল অফ ফার্মেসি ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ইউসুফ হায়দার, প্রক্টর রুবানা আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফারহান হক, ডিরেক্টর অফ অপারেশনস সাজেদুল করিমসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের চেয়ারপারসন, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে দু’জন শিক্ষার্থী অংশ নেন যারা অভ্যুত্থানের সময় ছররা গুলিতে তাদের একটি করে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফ এর জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

জানা গেছে, প্রদর্শনীর আলোকচিত্র ও চিত্রকর্ম নিয়ে একটি ক্যাটালগ অনলাইনে প্রকাশ করা হবে। এই ক্যাটালগের মুদ্রিত কপি শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহে পাঠানো হবে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণে রাখা হবে।

পুরো জুলাই মাসজুড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিভিন্ন পোস্ট ও ভিডিও ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হবে। এ ছাড়াও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে ব্র্যাক ইউনিভার্সিটির দু’জন শিক্ষক সাক্ষাৎকার দেবেন; যেখানে তারা অভ্যুত্থানের সময়কার অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরবেন। এই সাক্ষাৎকারগুলোও বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হবে।

সেই সাথে, আগামী ২৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কে দেয়ালচিত্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবেন ব্র্যাক ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা।

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9