আইইবির ইথিক্স বোর্ডের চেয়ারম্যান হলেন ড্যাফোডিল উপাচার্য অধ্যাপক এম আর কবির

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ PM
অধ্যাপক ড. প্রকৌশলী এম আর কবির

অধ্যাপক ড. প্রকৌশলী এম আর কবির © সংগৃহীত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) গঠনতন্ত্রের ৮৩.০০ ধারা অনুযায়ী গঠিত ইথিক্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম আর কবির (সদস্য নং এফ/০৩৩৩৯)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই বোর্ড গঠন করা হয়। এ কমিটির গঠনের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইথিক্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম আর কবির। বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. ফখরুল ইসলাম (এফ/৭৮৪৭)।

বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান (এফ/৬১২৯) অথবা তার মনোনীত প্রতিনিধি (সিনিয়র প্রফেসর, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাকসুদ হেলালী (এফ/১১৭৩০) অথবা তার মনোনীত প্রতিনিধি (সিনিয়র প্রফেসর, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি); এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আবদুর রাজ্জাক (এফ/৮৬৫২) অথবা তাঁর মনোনীত প্রতিনিধি (সিনিয়র প্রফেসর, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি)।

আরও পড়ুন: ৩২ বছর পর খুলল ঢাকা কলেজ ছাত্র সংসদ কার্যালয়ের তালা

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন নির্বাহী পরিচালক, ইয়োথ গ্রুপের প্রকৌশলী মো. হাফিজুর রহমান (এফ/৪২৬৫), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রকৌশলী আবু সাঈদ মো. কামরুজ্জামান (বাবু), এনডিসি (এফ/৭০০০), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী আনিকা ইউনুস (এফ/১৫১৬৩) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. আরাফাত রহমান (এফ/১৫২৬৮)।

এ ছাড়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অথবা তার মনোনীত প্রতিনিধি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তার মনোনীত প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস, আর্লিংটনের সহকারী অধ্যাপক ড. আদনান রাজীব।

আইইবির অফিস স্মারক (স্মারক নং- সদ/আইইবি/জি/এথিক্স বোর্ড/অঅ-৯/২০২৫/২৬১৩, তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী, এ বোর্ডে দেশের প্রখ্যাত প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইন ও মানবাধিকার অঙ্গনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা আছে, এই এথিক্স বোর্ডের মূল দায়িত্ব হবে আইইবির সম্মানিত সদস্যদের প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা, পেশাগত আচরণবিধি অনুসরণ এবং ইনস্টিটিউশনের ভাবমূর্তি সমুন্নত রাখা। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২২.০, ২৩.০, ৮২.০, ৮৩.০, ৮৪.০ এবং উপবিধি ১০৪ (১০৪.০১ থেকে ১০৪.০৫) অনুযায়ী কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9