প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষাসফর

০৬ আগস্ট ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাসফরের অংশ হিসেবে বাংলা একাডেমিতে একাডেমির মহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষের গ্রুপ ছবি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাসফরের অংশ হিসেবে বাংলা একাডেমিতে একাডেমির মহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষের গ্রুপ ছবি © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তার বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য ৪ আগস্ট এক শিক্ষাসফরের আয়োজন করে। এ শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশকিছু প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন। এতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রায় ৫০ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তারা সেখাকার ৪টি গ্যালারি পরিদর্শন করে বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। গ্যালারি পরিদর্শন শেষে তারা এ বিষয়ে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ উপহার দেওয়া হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুক হক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আবু তাহের খান।

শিক্ষার্থীরা বাংলা একাডেমির বর্ধমান হাউস, নভেরা আহমেদ প্রদর্শনী কক্ষ, বিভিন্ন বিভাগ, গ্রন্থাগার, পুস্তক বিক্রয়কেন্দ্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শনাদি ঘুরে দেখেন। এরপর সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আবু তাহের খান।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

 

অধ্যাপক মোহাম্মদ আজম তার বক্তব্যের শুরুতে বাংলা একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, সাহিত্য ও সংস্কৃতিকে গভীরভাবে বুঝার জন্য শিক্ষার্থীদের আরও বেশি করে উচ্চতর ও বিস্তৃততর অধয়নের প্রতি মনোযোগী হতে হবে। এ প্রসঙ্গে তিনি উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরির কোনো শাখা না থাকার বিষয়টিকে অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে আবু তাহের খান বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমের বাস্তব শিক্ষায় শিক্ষিত করে তুলতে চায় এবং তার অংশ হিসেবেই এ শিক্ষাসফরের আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমি ছাড়াও শিক্ষার্থীরা ওই দিন তেজগাঁও পুরোনো বিমানবন্দর জাতীয় সংসদ ভবন, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর স্মৃতিবিজড়িত কার্জন হল, মীর জুমলা তোরণ, কাজী নজরুল ইসলামের সমাধি, ঐতিহাসিক রেসকোর্স ময়দান ইত্যাদি পরিদর্শন করেন।

এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9