মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শোক দিবস পালন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (২৩ জুলাই) এ আয়োজন করা হয়।
নীরবতা পালন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এ এস এম সিরাজুল হক, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নিহত নিষ্পাপ শিশু, শিক্ষক এবং বীর বিমান চালকের আত্মার শান্তি কামনা করা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই দিন বিকেলে ২৬ জন শিক্ষার্থী হাসপাতালে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে।