কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‌‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠিত  

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫
জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫  © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের মধ্যে এর চেতনা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানের সূচনা হয় জুলাই আন্দোলন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। ছাত্র-ছাত্রী এবং সিইউবি পরিবারের সকল সদস্যের জন্য এই তথ্যচিত্রগুলি আন্দোলনের প্রেক্ষাপট এবং গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। এ প্রসঙ্গে জার্নালিজম বিভাগের শিক্ষার্থী স্নিগ্ধা আবেগঘন কণ্ঠে বর্ণনা করেন, কীভাবে তিনি নিজের চোখে তার বন্ধুদের আত্মাহুতি দিতে দেখেছেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখে এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকে। 

এরপর আইন বিভাগের প্রধান সানজাদ তার বক্তব্য পেশ করেন। সানজাদ জুলাই মাসে তার ছাত্রদের পাশে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি তার বলিষ্ঠ বক্তব্যে জুলাইয়ের আদর্শ ধারণ করে ভবিষ্যতের আশার কথা শোনান।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল “জুলাইয়ের গল্প বলা” শীর্ষক একটি বিশেষ আলোচনা। এই অংশে ইংরেজি বিভাগের প্রধান রেজিনা সুলতানা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত সকলের মধ্যে গভীর প্রভাব ফেলে।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আদর্শের বার্তা নিয়ে সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে আন্দোলনের চেতনা নতুন করে জাগিয়ে তোলে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!