এনএসইউতে ইংরেজির সাহিত্যিক ও ভাষাগত দ্বন্দ্ব: স্পিভাকের ভাবনার উপর প্রবন্ধ উপস্থাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত  © টিডিসি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এসএইচএসএস ফ্যাকাল্টি সেমিনার সিরিজ’ শীর্ষক সেমিনার।  আজ সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত এ সেমিনার আলোচনার মূল প্রতিপাদ্য ছিল নারীবাদী চিন্তাবিদ ও ভাষাবিশ্লেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের দর্শনের আলোকে ইংরেজি সাহিত্য ও ভাষার দ্বন্দ্ব।

সেমিনারে সভাপতিত্ব করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক ড. নাজিয়া মানজুর। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির দর্শন বিভাগের অধ্যাপক ও গবেষণা বিভাগের পরিচালক ড. নরম্যান কে. সোয়াজো।

প্রবন্ধে অধ্যাপক সোয়াজো তুলে ধরেন, ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে শেখানোর ফলে এর সাহিত্যিক সৌন্দর্য অনেকসময় পাঠ্যক্রম থেকে উপেক্ষিত হয়। তিনি বলেন, ‘ইংরেজির ব্যাকরণ ও শব্দার্থ শেখানো হলেও, সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে ভাষার সৌন্দর্য, আবেগ ও সাংস্কৃতিক বার্তাগুলো গভীরভাবে অনুধাবনের সুযোগ অনেক ক্ষেত্রে সীমিত থেকে যায়।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইংরেজিকে শুধু ভাষা হিসেবে নয়, একটি জীবন্ত সাহিত্যিক ভাণ্ডার হিসেবে অন্বেষণ করতে হবে।’

স্পিভাকের নারীবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাহিত্য পাঠে নারী চরিত্রের প্রভাব এবং নারী পাঠকদের অভিজ্ঞতার প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, ‘নারী কেন্দ্রিক সাহিত্যে পাঠকের ব্যক্তিগত অনুধাবন ও ভাবনার দিকটি গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।’

সেমিনারে উপস্থিত শিক্ষকমণ্ডলী স্পিভাকের দৃষ্টিভঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, শেকসপিয়ারের সনেট এবং ঐতিহাসিক কথাসাহিত্যের আলোকে বিশ্লেষণ করেন। তারা সাহিত্যকে শুধুমাত্র পাঠ্য উপকরণ নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও মানবিক উপলব্ধি অনুধাবনের একটি মাধ্যম হিসেবে চিহ্নিত করেন।

ছাত্র-ছাত্রীরাও সেমিনারে সক্রিয় অংশগ্রহণ করে। তারা স্পিভাকের জীবন, কর্ম, সাহিত্যচিন্তা এবং নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে নানা প্রশ্ন উপস্থাপন করেন, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!