বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টেট ইউনিভার্সিটির সেমিনার

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টেট ইউনিভার্সিটির সেমিনার
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টেট ইউনিভার্সিটির সেমিনার  © টিডিসি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (SUB) অনুষ্ঠিত হলো এক গুরুত্ববহ সেমিনার। “আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন; তা নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারটি সোমবার (২৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডক্টরস ক্লাবে অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য বিভাগ ও স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কনটিনিউইং এডুকেশন ইনস্টিটিউট (ISDCE)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারের সূচনা করেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান।

সেমিনারে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান মহামারীবিদ প্রফেসর ড. সহেল রেজা চৌধুরী ও বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. এস. এম. শহিদুল্লাহ। তাঁরা উচ্চ রক্তচাপের বৈশ্বিক পরিসর, স্বাস্থ্যগত জটিলতা এবং জনস্বাস্থ্যে এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি দিবসটির গুরুত্ব ও জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। তিনি জনস্বাস্থ্য বিভাগের সময়োপযোগী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আফজালুর রহমান, প্রিন্সিপাল, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস। তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে উচ্চ রক্তচাপ মোকাবেলায় কার্যকর দিকনির্দেশনা তুলে ধরেন।

সেমিনারের সভাপতি ও জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আনোয়ার হুসাইন সমাপ্তি বক্তব্যে অংশগ্রহণকারী, অতিথি ও বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর আল্লামা ফয়সল।

ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সেস বিভাগ, ফার্মেসি বিভাগ এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের সহায়তায় সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

 

 


সর্বশেষ সংবাদ