প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ‌‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন  

২৪ মে ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৭:৫২ PM
‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন

‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন © টিডিসি ফটো

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কালচার ক্লাবের উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) সকাল ১১টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঞ্চায়িত হয়েছে কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগিতা।  

অনুষ্ঠানে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি বিশ্বসাহিত্যের চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত করার সংকল্পে “অপরিচিতা” নামে একটি নাটক মঞ্চায়িত করেন। তাদের এই সংঘের অন্যতম প্রধান লক্ষ্য- বিশ্ব-সাহিত্যের গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্মকে সৃজনশীল উপায়ে উদযাপন করা। 

এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্যে শিক্ষার্থীরা প্রথমেই বেছে নিয়েছে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাদের সাহিত্য কর্মকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল রবীন্দ্রনাথের নাটক “অপরিচিতা”-র প্রধানতম কিছু দৃশ্যের মঞ্চায়ন এবং মনোমুগ্ধকর পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নাচ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।

আরও পড়ুন: ৩ উপদেষ্টা ‘অনিরপেক্ষ এবং বিপজ্জনক’, তাদের পদত্যাগ দাবি ইশরাকের

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, ডিপার্টমেন্ট প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্স অফিসের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। 

মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬