প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ব্যতিক্রমী উদ্যোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:০১ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM

কিশোর ও তরুণদের মধ্যে আধুনিক প্রযুক্তি নিয়ে রয়েছে প্রবল আগ্রহ। তারা জানতে চায়, শিখতে চায় এবং তাদের জ্ঞানপিপাসা মেটাতে চায়। তবে বাস্তবতা হলো—স্কুল-কলেজের পাঠ্যসূচিতে আধুনিক বিশ্বের নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সীমিত। এ সীমাবদ্ধতা দূর করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্লাব’ ও প্রোগ্রামিং ক্লাবের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৩ মে) মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের (এমএমএসসি) শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় একটি সেমিনার, যার মূল বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং।
সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা তুলে ধরেন, কম্পিউটার প্রোগ্রামিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কীভাবে মানবজীবনে ব্যাপক পরিবর্তন আনছে এবং কিশোর-তরুণদের এখন থেকেই কীভাবে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। পাশাপাশি একজন দক্ষ গবেষকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।
তারা ব্যাখ্যা করেন, এআই শিক্ষার্থীদের আগ্রহ, দক্ষতা ও সীমাবদ্ধতা বুঝে তাদের উপযোগীভাবে শেখার উপকরণ তৈরি করতে পারে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের গতিতে এবং আগ্রহ অনুযায়ী শেখার সুযোগ পাচ্ছে। যেমন—ডুয়োলিঙ্গো, কোর্সেরা ও খান অ্যাকাডেমির মতো প্ল্যাটফর্মগুলো এআই ব্যবহার করে শিক্ষার গতি ও কাঠামো নির্ধারণ করছে।
চ্যাটজিপিটি, গ্রামারলি ও গুগল ট্রান্সলেটের মতো টুলস শিক্ষার্থীদের লেখার দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বাড়াতে সাহায্য করছে। আবার, এআই-ভিত্তিক কুইজ, ফ্ল্যাশকার্ড ও মক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক। একই সঙ্গে শিক্ষকরা এআই-এর সহায়তায় ক্লাসের প্রস্তুতি দ্রুত শেষ করতে পারছেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণও সহজ হয়েছে।
সেমিনারে শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক ব্লগ, সংবাদ ও জার্নাল পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষক জনাব নাজমুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাবেক ডিন অধ্যাপক হাকিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী এমদাদুল করিম সহ অন্যন্য শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম জানান, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজেও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনগোষ্ঠী গঠনে বিশ্ববিদ্যালয়গুলো অবদান রাখতে পারবে।