শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন পদক্ষেপ

০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন পদক্ষেপ

শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন পদক্ষেপ © সংগৃহীত

শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করে একটি শিক্ষক-কেন্দ্রিক সেশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন’ শীর্ষক এই সেশন।

সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির শুরুতেই একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। তিনি শিক্ষার্থী নির্বাচনের প্রতিটি ধাপে একাডেমিক বিভাগগুলোর সম্পৃক্ততা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষক সম্পৃক্ততা জরুরি কারন— শিক্ষকরা যুক্ত থাকলে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রস্তুতি, বিশ্লেষণী ক্ষমতা ও আগ্রহ মূল্যায়ন সম্ভব হয়, ড্রপআউট ও ভুল বিষয় নির্বাচনের ঝুঁকি কমে, ভর্তির আগেই দিকনির্দেশনা পেলে শিক্ষার্থী সচেতন সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান উন্নত, ফলাফল ও গ্র্যাজুয়েটের দক্ষতায় প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রক্টর জনাব আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক মিসেস আফরোজা হেলেনও বক্তব্য প্রদান করেন। তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি ব্যবস্থার গুরুত্ব ও পদ্ধতি তুলে ধরেন।

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এই সেশনের উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় একাডেমিক বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও সুসংহত করা—যাতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন, মূল্যায়ন ও ধরে রাখার প্রক্রিয়া আরও ফলপ্রসূ হয়।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9