চীনের বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক প্রফেসরশিপ পেলেন এনএসইউ উপাচার্য

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে সম্মানসূচক প্রফেসরশিপ প্রদান
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে সম্মানসূচক প্রফেসরশিপ প্রদান  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে চীনের নানজিং অডিট ইউনিভার্সিটি (এনএসইউ) সম্মানসূচক প্রফেসরশিপ প্রদান করেছে। প্রথম দক্ষিণ এশীয় শিক্ষাবিদ হিসেবে — এনএসইউ উপাচার্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি অর্জন করলেন।

নানজিং অডিট ইউনিভার্সিটিতে আজ বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সিম্পোজিয়ামে এনএসইউ অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়। 

একই অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ও নানজিং অডিট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের পথ উন্মুক্ত হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই আয়োজন এনএসইউকে আন্তর্জাতিক সম্পৃক্ততার পথে আরেক ধাপ এগিয়ে দিল। যা শিক্ষা, গবেষণা ও সামাজিকভাবে দায়িত্বশীল উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার মিশনের প্রতিফলন।’

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ‘সোশ্যাল বিজনেস অ্যান্ড থ্রি জিরোস’ শিরোনামে একটি কী-নোট বক্তব্য উপস্থাপন করেন। যেখানে টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নির্গমন সমস্যার সমাধানের দিকনির্দেশনা তুলে ধরেন তিনি। 
এসময় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)-এর পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে চীনের জিয়াংসু ব্যাংকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সেখানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা, ক্ষুদ্রঋণ, ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল এবং কমিউনিটি-ভিত্তিক আর্থিক মডেল নিয়ে আলোকপাত করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence