এনএসইউতে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি দিবস উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি দিবস’ উদযাপন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে আইন বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় প্রধান বক্তা অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক নিলুফার স্যালভাদুরাই বলেন, ‘পেটেন্ট আইন স্বতন্ত্র ব্যক্তি সংক্রান্ত আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবকদের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। আইন প্রণেতাদের উচিত উদ্ভাবনের ভবিষ্যৎ বিবেচনায় এনে ধারণাগত ও ভাষাগত পরিবর্তন করে কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবকদের স্বীকৃতি সংক্রান্ত বিষয়ে নতুন নীতিমালা ও বিধিমালা প্রণয়ন করা।’
সেমিনার বিশেষ বক্তা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, ‘ট্রেডমার্কের অস্পষ্টতার মাধ্যমে ক্ষতিসাধন ট্রেডমার্ক আইনের একটি ধারণাগতভাবে জটিল দিক। এখনো পর্যন্ত বাংলাদেশের আদালত অস্পষ্টতা বা এই ধরনের ক্ষতিসাধনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ২০০৯ সালের ট্রেডমার্ক আইনে এই ধারণার অন্তর্ভুক্তি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আইন শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ করতে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে আরও দক্ষ এবং সক্ষম হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান, আইন বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম প্রমুখ।