এআইইউবি’র ব্রিটিশ কাউন্সিলের টিএনই এক্সপ্লোরেটরি গ্রান্ট অর্জন

এআইইউবি’র ব্রিটিশ কাউন্সিলের টিএনই এক্সপ্লোরেটরি গ্রান্ট অর্জন
এআইইউবি’র ব্রিটিশ কাউন্সিলের টিএনই এক্সপ্লোরেটরি গ্রান্ট অর্জন  © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) যুক্তরাজ্যের দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ব্রিটিশ কাউন্সিলের ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) এক্সপ্লোরেটরি গ্রান্ট প্রোগ্রামের অধীনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য অনুদান অর্জন করেছে।

এআইইউবি ও বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ) যৌথভাবে ডিজিটাল ম্যানুফ্যাকচারিং বিষয়ে একটি আন্তর্জাতিক পেশাদার সনদপ্রদান কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্পে বিসিইউর পক্ষে কাজ করবেন প্রফেসর ড. জাভায়েদ বাট, ড. আশিকুল খান ও ড. মুহাম্মদ আদনান। এআইইউবির পক্ষে অংশগ্রহণ করছেন প্রফেসর ড. মো. আবদুর রহমান, প্রফেসর ড. মো. সানিয়াত রহমান জিশান, ড. চৌধুরী আকরাম হোসেন ও মো. মাহামুদুল হাসান।

এ ছাড়া, এআইইউবি, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (এনটিইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষায় প্রবেশাধিকার প্রসারে জেনারেটিভ এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কাজ করছে। এই উদ্যোগে এনটিইউর প্রফেসর ডেভিড জে ব্রাউন ও ড. আরিফ রহমান, এআইইউবির মাশিউর রহমান, জাবির প্রফেসর ড. রিসালা তাসিন খান, বুয়েটের প্রফেসর ড. মো. রুবায়েত হোসেন মন্ডলসহ আরো অনেক বিশিষ্ট গবেষক অংশ নিচ্ছেন।

গবেষণা উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল এবং এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশনের সম্ভাবনা ও সামাজিক মূল্য বিষয়ে একটি প্যানেল আলোচনায় গুরুত্বপূর্ণ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

এই অনুদানপ্রাপ্ত প্রকল্পদ্বয় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence