এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

এআইইউবিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন
এআইইউবিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন  © সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩২’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। 

বাঙালির প্রাণের এ উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙে ও বাঙালি ঐতিহ্যে মেতে ওঠে। পয়লা বৈশাখের এই আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, ব্যান্ড পারফরম্যান্স, নাগরদোলা, গ্রামীণ মেলা এবং এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। 

বৈশাখী উৎসব অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, মিনার রহমান, তাহসান এবং প্রীতম হাসানের সংগীত পরিবেশনা। 

উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বাহারি স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্য এবং লোকজ ঐতিহ্যবাহী সামগ্রী। শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষ্যে ক্যাম্পাস প্রাঙ্গণ বর্ণিল করা হয় আলপনায় এবং তৈরি করা হয় পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ।

বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও  ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এআইইউবির শিক্ষার্থীরা। 

এআইইউবি বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence