১-৫ম গণবিজ্ঞপ্তি

নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ

২২ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতাভুক্ত কিন্তু এখনো এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের জন্য আশার আলো দেখা দিয়েছে। সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে এসব শিক্ষকের এমপিওভুক্তির সুপারিশ করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এনটিআরসিএর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সভা সন্ধ্যা ৬টার কিছু আগে শেষ হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং এনটিআরসিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১ম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েও বিভিন্ন জটিলতায় অনেক শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি। এসব শিক্ষককে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভাইভা বোর্ডে তাদের শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই করা হবে। সবকিছু সঠিক পাওয়া গেলে তাদের এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, এমপিওবঞ্চিত শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে। যাচাইয়ে যদি প্রার্থীর কোনো ত্রুটি না থাকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে এমপিওবঞ্চিত শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬
অবশেষে একাদশে সালাহ, সহজ জয় তুলে নিল লিভারপুল
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
  • ২২ জানুয়ারি ২০২৬