সাবজেক্ট অনুযায়ী নিবন্ধন পরীক্ষা নেওয়ার সুপারিশ মাদ্রাসা ডিজির

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ AM
মো. হাবিবুর রহমান ও সরকারি লোগো

মো. হাবিবুর রহমান ও সরকারি লোগো © ফাইল ছবি

১৯তম শিক্ষক নিবন্ধনে প্রার্থীদের পঠিত বিষয় অনুযায়ী পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করেন তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আরবি, কোরআনসহ যিনি যে বিষয়ে পড়ালেখা করেছেন তাদের সেই বিষয়গুলো নিবন্ধন পরীক্ষায় থাকা উচিত। প্রার্থীদের পড়ালেখা করা বিষয়ের ওপর একটি যৌক্তিক নাম্বার রাখার সুপারিশ করেছেন তিনি। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান।

এদিকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতাভুক্ত কিন্তু এখনো এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে এসব শিক্ষকের এমপিওভুক্তির সুপারিশ করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১ম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েও বিভিন্ন জটিলতায় অনেক শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি। এসব শিক্ষককে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভাইভা বোর্ডে তাদের শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই করা হবে। সবকিছু সঠিক পাওয়া গেলে তাদের এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, এমপিওবঞ্চিত শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে। যাচাইয়ে যদি প্রার্থীর কোনো ত্রুটি না থাকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে এমপিওবঞ্চিত শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬