প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফল্য
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফল্য  © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP) আয়োজিত ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (JRC) মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট : CEnovus 1.0’-এ অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে গৌরবজনক সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

আজ রবিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, BUET, KUET, RUET, DUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, BSMRSTU, BAUET, নর্থ সাউথ ইউনিভার্সিটি, AUST, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, BUBT, IUBAT, UITS, UAPসহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীদের মধ্য থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অটোক্যাড প্রতিযোগিতায় ৩য় স্থান এবং কুইজ বাজ ইভেন্টে ২য় স্থান অর্জন করে।

কুইজ বাজ ইভেন্টে মো. সুলতান মাহমুদ ও মো. শহিদুল ইসলাম যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেন। অন্যদিকে, মশিউর রহমান অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ৩য় স্থান অধিকার করেন।

এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশের স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যক্তিত্ব ড. এম. শামীম জামান বসুনিয়া, যিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিযোগীদের সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেল, যারা নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সার্বিক সহায়তা প্রদান করেন।

এই কৃতিত্ব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান অগ্রগতি ও মানসম্পন্ন শিক্ষার প্রতিফলন, যা ভবিষ্যতের প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও উদ্দীপনা সৃষ্টি করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence