প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি পালিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি  © সংগৃহীত

সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করা এবং থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগীদের সহায়তা করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ মহৎ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।

দিনব্যাপী এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর, প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম। আজ সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

শিক্ষার্থীদের বিপুল উৎসাহ এ আয়োজনে বিশেষভাবে লক্ষণীয় ছিল। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যার মধ্যে ছিল ফ্রি ব্লাড টেস্ট (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস, ম্যালেরিয়া, অ্যান্টি-এইচবিসিএবি), ডোনার কার্ড, স্মারক রিস্ট ব্যান্ড ও খাবার-পানীয় এবং বিশেষ পানির বোতল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির এর উপস্থিতি রক্তদাতাদের অনুপ্রাণিত করে। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টের ডিন ও হেডবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, হেড অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স, হেড অব অ্যাডমিশন এন্ড পিআর ও উক্ত বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, ভাইস-চেয়ারম্যান, এবং মমতাজ জাহান কলি, সহকারী ব্যবস্থাপক (ডোনার রিলেশনস ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট)।

অনুষ্ঠানের শেষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাব মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে একটি ক্রেস্ট প্রদান করে।

‘আপনার এক ব্যাগ রক্ত, একটি জীবন বাঁচাতে পারে।’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সফলভাবে রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। আসুন, "হাতে হাত রেখে এগিয়ে চলি মানবতার তরে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence