‘অস্ট সিভিলিয়ানস’ প্রারব্ধ প্রহর ২০২৫ © সংগৃহীত
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘অস্ট সিভিলিয়ানস’ প্রারব্ধ প্রহর ২০২৫। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান সিভিল ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সাফল্যের সাথে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট ইঞ্জি. মোহাম্মদ রেজাউল ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল হক, ট্রেজারার ড. শারমিন রেজা চৌধুরী এবং সিভিল ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মো. শহিদ মামুন।
এ আয়োজনটি সাফল্যের সাথে পরিচালিত হয়েছে প্রারব্ধ ৪৬ ব্যাচের আয়োজনে, সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্যাচ ৫১। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচ ৪৫-এর শিক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং নতুন ব্যাচ ৫২-এর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
‘অস্ট সিভিলিয়ানস’ প্রারব্ধ প্রহর-২০২৫ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা এবং উজ্জীবন এনে দিয়েছে, এবং সবাই এই উৎসবে আনন্দিত ও উৎফুল্ল হয়ে অংশগ্রহণ করেছে।