বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনির একটি বাসায় মো. রাব্বি হাসান শুভ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুভ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম থানা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে শাজাহানপুরের রেলওয়ে কলোনির সি-১ নম্বর বাসায় থাকতেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুভর চাচা সাজদার হোসেন বলেন, আমরা ধারনা করছি, শুভ আত্মহত্যা করেছে। বিকালে খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।