এনএসইউতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণা সেমিনার অনুষ্ঠিত

গবেষণা সেমিনার
গবেষণা সেমিনার  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এসএইচএসএস কনফারেন্স কক্ষে ‘স্নাতক পর্যায়ের কোলোকুইয়াম সিরিজ’ এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।  

গবেষণা ধর্মী উক্ত সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী লুবাবা সাদাত, আইন বিভাগের শিক্ষার্থী তানিয়া শাকুর , এবং গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা প্রোগ্রামের শিক্ষার্থী শারমিন জাহান। তরুণ গবেষকরা পরিবেশ ও নদী সংরক্ষণের আইনি সীমাবদ্ধতা, বাংলাদেশের প্রেক্ষাপটে নারী অধিকার এবং ওয়াদারিং হাইটস উপন্যাসের নাটক চরিত্র হিথক্লিফকে বায়রনিক হিরো হিসেবে সাহিত্য ভিত্তিক গবেষণা পত্র উপস্থাপন করেন। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি ভিন্ন মাত্রার পথ উন্মুক্ত করে, যেখানে তরুণ গবেষকরা নিজেদের গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। তিনি গবেষণাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন এবং উপস্থাপকদেরকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, শিক্ষা পরিমণ্ডলে এই ধরনের গবেষণাপত্রের অন্তর্ভুক্তি সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রাখতে পারে। তাই তিনি শিক্ষার্থীদেরকে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য আরো বেশি আহ্বান জানান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারপার্সন ড. নাজিয়া মনজুর। এছাড়াও বিভিন্ন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গবেষণা ভিত্তিক এই আলোচনা সিরিজটি মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়। 

আয়োজনের স্বাগত বক্তব্য রাখেন মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার আশা ব্যক্ত করে বলেন যে, এই প্রোগ্রামটি অনুষদের স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং তাঁদের গবেষণা পত্র  প্রকাশের জন্য আরো বেশি উদ্বুদ্ধ করবে। তিনি আরো বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি তথা বাংলাদেশের স্নাতক পর্যায়ে গবেষণার ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। 

এরপর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব রিসার্চের পরিচালক অধ্যাপক নরম্যান কেনেথ সোয়াজো বক্তব্য প্রদান করেন। তিনি স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের গবেষণার সাথে নিযুক্ত থাকা  অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে ভূমিকা রাখবে। 

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রবন্ধ উপস্থাপকদের তাঁদের গবেষণার সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে নানাবিধ প্রশ্ন উত্থাপন করেন। শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহকে আরো সুদৃঢ় করে তুলতে এনএসইউ’র মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ  প্রতি সেমিস্টারে এই আলোচনা সিরিজ আয়োজন করবে। এটি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী তোলা এবং তাদের নতুন জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে বলেও আশা করা যায়। 

ড. নাজিয়া মনজুর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, সকল প্রবন্ধ উপস্থাপক মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্নিহিত শক্তি প্রাঞ্জলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence