নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘স্বতন্ত্র’ আইনি গবেষণার ক্ষেত্রে প্রিপ্রিন্টের সম্ভাবনা নিয়ে আলোচনা

২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 'স্বতন্ত্র' আইনি গবেষণা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 'স্বতন্ত্র' আইনি গবেষণা © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ‘এসএইচএসএস অ্যালামনাই আলোচনা সিরিজ’ এর উদ্বোধনী সেশন আয়োজন করে। এ সিরিজের উদ্দেশ্য হল অ্যালামনাইদের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও গবেষণায় অংশগ্রহণে উৎসাহিত করা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও তানজিব আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর রিসার্চ অ্যাসোসিয়েট সায়েরে নাজাবী সায়েম। তিনি স্বতন্ত্র আইনি গবেষণার ক্ষেত্রে প্রিপ্রিন্টের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সকাল ১০:৩০ মিনিটে SHSS ডিনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইন বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম, যেখানে তিনি প্রিপ্রিন্টের গুরুত্ব তুলে ধরেন।

প্রবন্ধ উপস্থাপনার সময় বক্তা বলেন, প্রিপ্রিন্ট একটি নতুন ধরনের প্রকাশনা ফরম্যাট যা বিভিন্ন একাডেমিক ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে, তবে আইনি গবেষণায় এখনো সে গুরুত্ব পায়নি। তিনি বলেন, ঐতিহ্যবাহী প্রকাশনা পদ্ধতি স্বতন্ত্র গবেষণার প্রসারকে সীমাবদ্ধ করতে পারে। স্বাস্থ্য বিজ্ঞান, গণিত ও প্রকৌশল শাস্ত্রে প্রিপ্রিন্টের ব্যাপক গ্রহণযোগ্যতার উদাহরণ তুলে ধরে তিনি আইনি গবেষণায়ও এর সম্ভাবনার ওপর জোর দেন।

প্রবন্ধ উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আইনি গবেষণায় প্রিপ্রিন্টের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে বক্তা বলেন, আইনি স্কলারশিপে প্রিপ্রিন্টের গ্রহণযোগ্যতা বাড়ানো সময়ের দাবি।

সমাপনী বক্তব্যে ড. মো. রিজওয়ানুল ইসলাম প্রধান বক্তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য ধন্যবাদ জানান এবং একটি সৌজন্য স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে SHSS বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পোশাকে ফ্যাসিবাদ আসলে পরিণতি ৫ আগস্টের মতো হবে: জামায়া…
  • ২২ জানুয়ারি ২০২৬
মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা …
  • ২২ জানুয়ারি ২০২৬
দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬