এনএসইউ’র প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২০ মে ২০২৪, ১১:৪০ AM
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। সোমবার (২০ মে) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
এ বি এম কামাল উদ্দিন খান নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। পরে এটি নর্থ সাউথ ফাউন্ডেশনে পরিবর্তিত হয়, যা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্ট হিসেবে পরিচালিত।
এ বি এম কামাল উদ্দিন খান এনএসইউর ভিত্তি এবং বিকাশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
তিনি এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান এবং এনএসইউয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি এ বি এম কামাল উদ্দিন খান একজন সফল শিল্পপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট জনহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন।
এ বি এম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা ও এনএসইউ'র বোর্ড অব ট্রাস্টিজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।