ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নিরাপদ পানি এবং ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দুই দিনব্যাপী ষষ্ঠ টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৪) শুরু হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ইউআইইউ ক্যাম্পাসে এই সম্মেলন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবলিটি (আইডিএসএস) প্রতিবছর ফেব্রুয়ারিতে এই সম্মেলনের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রফেসর এমিরেটাস ড. এম এ সাত্তার মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএসডি-২০২৪ -এর আহ্বায়ক ও স্কুল অফ হিউমেনেটিজ ও সোশ্যাল সাইন্সের ডিন অধ্যাপক ড. হামিদুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

আইসিএসডির লক্ষ্য-আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলি অর্জনের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত, গবেষণা কার্যক্রমগুলিকে অবহিত করার জন্য একটি গবেষণা ভিত্তিক জ্ঞান ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করা।

এবার সম্মেলনে ৬টি ভিন্ন থিমের অধীনে মোট ১০২ টি গবেষণা পেপারের মধ্যে থেকে ৮২ টি গবেষণা পেপার নির্বাচিত হয়। গবেষণা পেপার গুলো ভারত, জাপান, নেপাল, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা এসডিজি অর্জনের জন্য কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনা এবং পদক্ষেপের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সম্মেলনের উদ্‌বোধনী অনুষ্ঠানে দেশবিদেশের টেকসই উন্নয়ন গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ শিক্ষার্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
  • ২৫ জানুয়ারি ২০২৬