বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক সপ্তাহ-২০২৪ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ AM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ছাত্র-ছাত্রীদেরকে নিজেদের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কাছে নিজস্ব মূল্যবোধ তার কাছে সমান ও মর্যাদার। তাই আমাদেরকে বিশ্বনাগরিক ও সবার সমান হতে হলে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার পাশাপাশি অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করতে হবে। তা না হলে অন্যরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করবে না।
তিনি ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, যে কোন দেশ ও সংস্কৃতি প্রকাশের যে প্লাটফর্ম সেটি হচ্ছে সাহিত্য আর উপস্থাপনা। আমার পোশাক, সঙ্গীত, পিঠা-পুলি, ভাস্কর্য, নাটকে যে উপস্থাপনা আছে এগুলোর সব কিছুই আমার সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে সাহিত্য যেটি লিখিত সেটি সংস্কৃতির সবচেয়ে টেকসই ও পূর্ণাঙ্গ উপস্থাপনা। পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে এই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি মনোযোগ ও আকর্ষণ বাড়াতেই মনোজ্ঞ এই সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪ এর আহবায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু।
এতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লোক সঙ্গীত পরিবেশন করেন আপনঘর শিল্প সংগঠনের শিল্পী সৈয়দ মিজানুর রহমান ও তার দল।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এই সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়েছে শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি ক্যাম্পাস। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নানা আয়োজনে এ সাংস্কৃতিক সপ্তাহ চলবে।
এ সব আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হলো বই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, শিক্ষানুরাগী, খ্যাতিমান কবি, সাহিত্যিক-সহ বিশিষ্ট ব্যক্তিদের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা এবং পিঠা উৎসব।
প্রতিদিন বিকেল ৪.০০টা থেকে এ সব আয়োজন থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি (রবিবার) 'মাতৃভাষা সমূহ রক্ষায় বর্তমান সরকারের ভুমিকা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার। মূখ্য আলোচক হিসেবে অংশ নিবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।
সাংস্কৃতিক সপ্তাহের তৃতীয় দিন ১৯ ফেব্রুয়ারি (সোমবার) 'বাঙ্গালি সংস্কৃতি ও বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মিহির কান্তি ঘোষাল। মূখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
অনুষ্ঠানের চতুর্থ দিন ২০ ফেব্রুয়ারি(মঙ্গলবার) অনুষ্ঠিত হবে 'ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূখ্য আলোচক থাকবেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সরকার আবদুল মান্নান।
পঞ্চম দিনে ২১ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে বিশ্বদ্যিালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা নাটক/ নাটিকা, কৌতুক ও বারোয়ারী গান পরিবেশনা এবং একুশের কবিতা পাঠের আসর।
ষষ্ঠ দিন তথা সমাপনী দিনে ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে 'একুশ শতকে বাংলা ভাষা, বই মেলা ও বই পড়া' শীর্ষক আলোচনা। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এবং প্রাবান্ধিক, গবেষক ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক খান মাহবুব।
এছাড়া সমাপনী দিনে কবিতা আবৃত্তি ও পর্যালোচনায় অংশ নিবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ, দৈনিক মাতৃভূমির সাবেক সাহিত্য সম্পাদক কবি দীলতাজ রহমান, সাবেক অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, সময় পূর্বাপরের সম্পাদক কবি হাসান মাহমুদ, সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খ্যাতিমান কবি রনজু রাইম এবং ধান শালিকের দেশ, বাংলা একাডেমির সহ সম্পাদক শামস নুর।