সাকমিডের সাথে ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ বিভাগের সমঝোতা 

২৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট (সাকমিড) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মো. আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ’র স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং ইউআইইউর রেজিস্ট্রার ডা. মো. জুলফিকুর রহমান।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম  এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্টের (সাকমিড) উপ পরিচালক জনাব সৈয়দ কামরুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, মিডিয়া ও সাংবাদিকতায় উদ্ভাবন, গবেষণা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে পেশাদার সংস্থা এবং একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এছাড়াও এই চুক্তি শিক্ষার্থীদের মিডিয়া এবং জার্নালিজম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাস্তায় মরা ইঁদুর ফেলা নিয়ে দোকানী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৭
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬