মেধাবী ও যোগ্য শিক্ষার্থী খুঁজছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা   © টিডিসি ফটো

মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সন্ধানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে ফল- ২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর ) সকাল ও বিকাল দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল শিফটে বানিজ্য ও অর্থনীতি এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল শিফটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ফার্মেসী ব্যাতিত সকল বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ 

আরও পড়ুন: নতুন ক্যাম্পাস ইস্যুতে ১০ দাবি নিয়ে আন্দোলনে নামছে জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন হাজার শিক্ষার্থী ফল-২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

ভর্তি পরীক্ষার আয়োজকরা জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য এ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত এক হাজার চারশত আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। শতভাগ সুষ্ঠু পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। অভিভাবকদের জন্য সুন্দর পরিবেশে বসার ও নাস্তার সু ব্যবস্থা করা হয়। 

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় তাদের মধ্যে হতাশা কাজ করছে, তাই সময়কে কাজে লাগাতে, প্রতিযোগিতায় টিকে থাকতে ও নিজের পছন্দের বিষয়ে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এ পরীক্ষায় অংশগ্রহন করছে।

ভর্তি পরীক্ষা হল পরিদর্শন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মনজুর এলাহী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার, ডিন ও প্রশাসনিক কর্মকতাবৃন্দ।

 


সর্বশেষ সংবাদ