প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার শিক্ষকের পদায়ন ২২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়  © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে আগামী ২২ জানুয়ারি পদায়ন করা হবে।  সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষককে ২২ জানুয়ারি পদায়ন করা হবে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর আবার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। 

শিক্ষকদের পদায়ন প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরিচিতি প্রতিপালন, ডকুমেন্টস যাচাই ও নমুনা স্বাক্ষর করতে হবে। একই দিন নির্বাচিত প্রার্থীদের জেলা সিভিল সার্জনের কাছে সনদ ও ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে।

আগামী ৩ জানুয়ারি প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে তার কারণ ও মতামতসহ তালিকা পাঠানো হবে ৪ জানুয়ারি। পুলিশ ভেরিফিকেশন হবে ৮ জানুয়ারি।

আরও পড়ুন: প্রাথমিকে বড় নিয়োগ আসছে 

এরপর আগামী ২২ জানুয়ারি প্রর্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে শূন্য পদ পূরণের ক্ষেত্রে দুর্গম, হাওরাঞ্চল, দ্বীপাঞ্চল এলাকার বিদ্যালয়ের শূন্য পদে পুরুষকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে। কোনো বিদ্যালয়ে ৫০ শতাংশের অধিক পদ শূন্য রাখা যাবে না। যোগদান করা শিক্ষকদের বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দুদিনের ওরিয়েন্টেশন প্রদান করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরে তা বাড়িয়ে ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence