শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই: জাকির হোসেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৪৩ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৫৭ PM
করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় আট মাস বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। সে হিসেবে আর মাত্র দু’দিন বাকি থাকলেও এখনও ছুটি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে আগামীকাল ও পরশু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। আজকের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে।’
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হবে। সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।’
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ দফায় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে চলতি মাসে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। তবে হল খুলে দেয়া হয়নি।