প্রাথমিক বিদ্যালয় না খোলা গেলে অটো পাস: ডিপিই মহাপরিচালক

০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হবে না। তবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হতে পারে। আর শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে অটো পাস দেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এ তথ্য থেকে জানা গেছে।

ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হবে না। তবে পরবর্তী ক্লাসে উন্নীত করতে যতটুকু পড়ানো হয়েছে তার ওপর তাদের বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘এ পরীক্ষার মাধ্যমে তাদের পঞ্চম শ্রেণির সার্টিফিকেট প্রদান করা হবে। আর করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে সকলকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেয়া ছাড়া উপায় থাকবে না।’

মো. ফসিউল্লাহ বলেন, ‘প্রাথমিকের শিক্ষা বোর্ড না থাকায় অধিদফতরকে সব করতে হয়। এ বছর অষ্টম শ্রেণিরও কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হচ্ছে না। তাই বোর্ডগুলো কীভাবে মূল্যায়ন করবে শিক্ষার্থীদের, সে বিষয়ে আমরা পরামর্শ নেব।’ এ বিষয়ে আগামী সপ্তাহে সভা করে  সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, ‘পরীক্ষা বাতিল হলেও কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অধিদফতরকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা সিদ্ধান্ত নেবে।’

মহামারি করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই ছুটি কয়েক দফা বাড়িতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এরমধ্যেই গত ২৫ আগস্ট প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা বাতিলের ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে না। তবে শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করার কথা জানিয়েছিলেন তিনি।

অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৩ জানুয়ারি ২০২৬
এই সরকারের আমলে কি পে স্কেল ঘোষণা হবে, জবাব দিলেন অর্থ উপদে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা …
  • ১৩ জানুয়ারি ২০২৬
শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধীরা
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাহবাগে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9