প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উদ্ভাবন মেলা শুরু রবিবার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে রবিবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী উদ্ভাবন মেলা ও শোকেসিং-২০১৮। সকালে রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে উদ্ভাবন মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।

‘আপনার উদ্ভাবনী ধারণা শিক্ষায় আনবে সম্ভাবনা’ শীর্ষক দুইদিনব্যাপী এ উদ্ভাবন মেলা শেষ হবে সোমবার। মেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে সফল উদ্ভাবকগণ তাদের উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করবেন। মোট ৩০টি প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে জনপ্রসাশনে উদ্ভাবন চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠনের জন্য ২০১৩ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ‘ইনোভেশন টিম’ গঠন করা হয়। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেও গঠিত হয় ‘ইনোভেশন টিম’ এবং শুরু হয় প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনের যাত্রা।

কম খরছে, দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন সেলের গৃহীত নানাবিধ উদ্ভাবনী উদ্যোগ ইতোমধ্যে অবদান রাখতে শুরু করেছে। ২০১৬-১৭ অর্থ বছরে অধিদপ্তর পর্যায়ে ১৩টি, মাঠ পর্যায়ে ১৭২টি, এবং ২০১৭-১৮ অর্থ বছরে মাঠ পর্যায়ে ২৩২টি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, যা অনেকগুলো ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।


সর্বশেষ সংবাদ