প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লোগো © টিডিসি সম্পাদিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী একদল পরীক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, তারা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে, সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে একটি কুচক্রীমহল দ্বারা প্রভাবিত হয়েছে। এতে করে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
তারা আরও জানান, প্রশ্নফাঁস ও অনিয়ম সংক্রান্ত প্রমাণাদি ও তথ্য দেশের প্রথম সারির প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়েছে। এমনকি নওগাঁ জেলার জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে জানান, একজন নারী পরীক্ষার্থীর (জান্নাত) মোবাইল ফোনের একটি অ্যাপে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
পরীক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, জুলাই পরবর্তী সেবাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা তারা প্রত্যাশা করেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নফাঁসের প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা, বিতর্কিত পরীক্ষা বাতিল ঘোষণা করা এবং পুনরায় নতুন করে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।