তাওহীদ হৃদয় © সংগৃহীত
বিপিএলের চলতি আসরে দারুণ ফর্মে আছেন তাওহীদ হৃদয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৩ বলে ১০৯ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। সাধারণত মিডল-অর্ডারে খেললেও এবার ওপেনিংয়ে মাঠ মাতাচ্ছেন।
গত সপ্তাহেও রাজশাহীর বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৯৭ রান করেছিলেন। আজ (১৮ জানুয়ারি) ম্যাচ শেষে নিজের ব্যাটিং পজিশন ও পেশাদার মানসিকতা নিয়েও খোলাসা করেন হৃদয়। তার দাবি, সব পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত তিনি।
সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গায় খেলার অভ্যাস রাখা উচিত। সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। টি-২০ ফরম্যাটে অনেক বড় বড় খেলোয়াড়ের পারফরম্যান্সও ওঠা-নামা করে।’
বিপিএলে ওপেনিংয়ে নামা নিয়ে হৃদয়ের ভাষ্য, ‘যখন দল আমাকে ওপেনিং করার সুযোগ দিয়েছে, আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কারণ, আমি নিজে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকি আমাকে যখন যেখানেই ব্যাট করতে হয় যেন অবদান রাখতে পারি।’
নিজের চেয়ে দলকে বড় করে দেখার মানসিকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি সত্যি বলি, আমার কাছে মনে হয় যে খেলোয়াড় হিসেবে আমাকে যেখানে সুযোগ দিবে, দলের চাহিদা যেখানে আমি সেখানেই প্রস্তুত। কারণ এটা তো দিন শেষে দলীয় খেলা। এটা তো আমার নিজের খেলা না।’
হৃদয় এ-ও বলেন, ‘এটা যদি আমার এলাকার খেলা হতো আমি নামায় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি চেষ্টা করব এভাবে দলকে সার্ভ করার জন্য এবং এভাবেই চেষ্টা করব দলের জন্য যতটুকু অবদান রাখতে পারি।
অবশ্য, এর আগেও ঘরোয়া এই টুর্নামেন্টে ওপেনিংয়ে তাকে দেখা গেছে। সেই অভিজ্ঞতাই এবার কাজে লেগেছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো। আমি ওভাবে চিন্তা করিনি। যেটা বললাম যে ওপেন জিনিসটা আমি গত কয়েক বছর করছি বিপিএলে। মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। পরিকল্পনা থাকে একটাই যে আমি যখনই যেখানে সুযোগ পাব দলের জন্য অবদান রাখব।’