বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কোরআন খতম করবে ছাত্রলীগ

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, হাদম-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আগামী (২২ আগস্ট) বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এড. শেখ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করবেন বিশ্বজয়ী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারীর নেতৃত্বে অন্যান্য হাফেজ ও ক্বারিগণ।

কবি মুহিব খানের নেতৃত্বে অন্যান্য শিল্পীদের পরিবেশনায় হামদ-নাত এবং আবৃত্তি ও উপস্থাপনায় থাকবেন জায়েদ আজিজ ও হুজাইফা আল মাহদী।

ছাত্রলীগের এমন আয়োজন নিয়ে আফরিন নুসরাত নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার টাইমলাইনে সংগঠনটির অনুষ্ঠানের করা পোস্টারের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রলীগে আপনাকে স্বাগতম’। সেখানে ওই পোস্টের পাঠকরা সংগঠনটির এমন আয়োজন নিয়ে বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

মুক্তাদির রহমান শিমুল নামে একজনে মন্তব্য করেছেন, ছাত্রলীগ সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয়ে যাচ্ছে। দোয়া, দুরুদ, কোরআন খতম যা খুশি করো। ছাত্রলীগের গায়ে এমন সাম্প্রদায়িক কালি লাগানোর দরকার ছিল কি।


সর্বশেষ সংবাদ