শেখ শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত
নির্বাচনে কোন কারচুপি চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শেখ শেখ তানভীর বারী হামিম। আজ রবিবার (১৮ জানুয়ারি) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ভিন্ন ভিন্ন মতাদর্শের হলেও নিশ্চয়ই গণতন্ত্রকামী হিসেবে একটা বিষয়ে আপনারা ঐক্যমত- নির্বাচনে কোনো কারচুপি চলতে দেয়া হবে না। নির্বাচনকে কোনভাবে প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না এবং যথাসময়ে নির্বাচন সুষ্ঠ-সুন্দরভাবে আয়োজন করে, যারা আমাদের গণঅভ্যুত্থানকে ভালো চোখে দেখেনি তাদের উচিত জবাব দিয়ে বিশ্বের বুকে নজির স্থাপন করতে হবে। এ বিষয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদের ন্যারেটিভকে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চলমান রেখেছে। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে দূরে সরিয়ে আবু সাইদ-মুগ্ধ-ওয়াসিম-ইলিয়াস আলী-চৌধুরী আলম-হাদী-ঢাবি ছাত্র আবু বকর-বিশ্বজিৎ-ফেলানীদের আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই এটাই হোক আমাদের শপথ….মনে রাখবেন।’