হাইকোর্ট © ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪ লঙ্ঘন করে ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় আদালতে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান, সানাউল্লাহ ভূঁইয়া, নিম্মি নাহরিনসহ ৬১ জন শিক্ষকের পক্ষে আদালতে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আজমল হোসেন খোকন।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মো. আজমল হোসেন খোকন বলেন, ‘নীতিমালা লঙ্ঘনের ঘটনায় ইতোমধ্যে আমরা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছি। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। যার প্রেক্ষিতে শিক্ষকরা আজ রিট পিটিশন দায়ের করেছেন। আমি আশাবাদী খুব দ্রুত শুনানি হবে এবং মজলুম শিক্ষকরা তারা বদলি নীতিমালা ২০২৪ অনুযায়ী সুবিচার পাবে।’
রিটের বিষয়ে জানতে চাইলে মো. আসাদুজ্জামান আসাদ স্যার বলেন, ‘যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বদলির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি, তাই আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার প্রাপ্তির জন্য আইনের আশ্রয় নিয়েছি। আশা করি , আমরা ন্যায়বিচার পাব ইনশাআল্লাহ।’
এ প্রসঙ্গে সানাউল্লাহ ভূঁইয়া বলেন, ‘বদলি নীতিমালা ২০২৪ অনুযায়ী আমাদের দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যকর করতে হবে। এত অল্প বেতনে শিক্ষকরা নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছে। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বিষয়গুলো সমাধানের একমাত্র পথ দ্রুত বদলি বাস্তবায়ন করা।’
রিটকারী আরেক শিক্ষিকা নিম্মি নাহরিন বলেন, আমরা দূরদূরান্তের মহিলা শিক্ষকরা প্রতিনিয়ত কঠিন প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছি। আমাদের অনেক সহকর্মীর সংসার ভেঙে যাচ্ছে। বিষয়গুলো থেকে মুক্তি পেতে বদলি চালু হওয়া জরুরি। ন্যায় বিচার পেতে আমরা আদালতে রিট করেছি।