বিএনপি লোগো © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও ভোটার স্লিপসহ বিভিন্ন প্রচার সামগ্রী তৈরির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রচারণার ক্ষেত্রে এসব বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হতে যাচ্ছে এবং প্রচারণাকালে শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর থাকবে।
বিএনপির পক্ষ থেকে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচার সামগ্রীর পরিমাপ নির্ধারণ করে দিয়ে জানানো হয়, ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি এবং লিফলেট হবে ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি। এছাড়া ভোটার স্লিপের জন্য ১২ সে. মি. বাই ৮ সে. মি. এবং ছবির (পোর্ট্রেট) জন্য ৬০ সে. মি. বাই ৪৫ সে. মি. পরিমাপ নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও লিফলেট অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। তবে শুধু বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন লেখা ও ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ব্যানার ও লিফলেটে প্রার্থীর প্রতীকের পাশাপাশি কেবল বর্তমান দলীয় প্রধানের প্রতিকৃতি ছাপানো যাবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ‘মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল/লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।’
প্রচারণার সীমাবদ্ধতা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে জানানো হয়েছে, একজন প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবেন না। এছাড়া প্রচার কাজ বা ভোটগ্রহণের সময় আধুনিক কোনো যন্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘নির্বাচনি প্রচারণা এবং ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।’